কুষ্টিয়ায় অননুমোদিত ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানা সিলগালা

জাগো নিউজ ২৪ কুষ্টিয়া সদর প্রকাশিত: ০১ মে ২০২১, ১৯:৫১

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অননুমোদিত ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের মৃত দাসরত মজুমদারের ছেলে রাজীব মজুমদার দীর্ঘদিন ধরে অননুমোদিত কারখানাটি পরিচালনা করে ভেটেরিনারি ওষুধ তৈরি করে আসছিলেন।


শনিবার (পহেলা মে) দুপুরে কুমারখালী উপজেলার ঝাওতলা গ্রামে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রেমিকো ফার্মা হেলথ ডিভিশন নামের ওই ভেটেরিনারি ওষুধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কুমারখালী প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও