ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ আহত হয়েছেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের তল্লা গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার সদর ইউনিয়নের তল্লা এলাকার জিলাপি গোষ্ঠী ও ছয়ঘর হাটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে আবারো দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে