নাটোরে সৌদি খেজুরের চাষ

বাংলাদেশ প্রতিদিন নাটোর সদর প্রকাশিত: ০১ মে ২০২১, ১৬:০২

সৌদি আরবের আজোয়া খেজুরের চাষ হচ্ছে নাটোরে। নাটোর সদর উপজেলার মাঝদিঘা এলাকায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক গোলাম নবীর বাগানে ইতোমধ্যে খেজুর ধরতে শুরু করেছে।


কৃষক গোলাম নবী জানান, ২০১৯ সালে ওমরাহ করার পর সৌদি আরব থেকে ৯টি চারা নিয়ে এসে বাগানে রোপণ করি। এরপর সেই গাছে গত বছর ফুল এসেছিল, কিন্তু টিকে নাই। এবার আল্লার রহমতে অনেকগুলো খেজুর আসছে। কোরবানি ঈদের পর পরই খেজুর সংগ্রহ করা যাবে বলে আশা করছি। আজুয়া খেজুরের পাশাপাশি আমবার, বারহি, চেগাই, নিমিষি, সুলতানাসহ নানা জাতের উন্নতমানের গাছ লাগিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও