৭০ বছর পর হচ্ছে তিন গ্রামের সড়ক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তিন গ্রামের লোকজনের জন্য প্রায় ৭০ বছর পর পূর্ণাঙ্গ মাটির সড়ক তৈরির কাজ চলছে। এর আগে সড়ক তৈরি করতে যতবারই মাটির কাজ হয়েছে ততবারই মাটি ক্ষয়ে জমির সঙ্গে মিশেছে। এ সড়ক তৈরির কাজ শেষ হলে কমপেক্ষ তিন গ্রামের ৫০ হাজার লোকের ৮ কিলোমিটার অতিরিক্ত পথ বেঁচে যাবে। এরই মধ্যে সড়কটির প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে। আবার স্থানীয় এমপির ডিও লেটারের কারণে মাটির কাজ শেষ হলেই পাকাকরণের কাজ শুরু করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।