![](https://media.priyo.com/img/500x/https://static.dw.com/image/57237291_6.jpg)
আইএসের তহবিল সংগ্রহ, জার্মানিতে অভিযুক্ত ইরাকি অভিবাসী
ইরাকি এক অভিবাসীর বিরুদ্ধে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের জন্য কয়েক হাজার ডলার তহবিল সংগ্রহের অভিযোগ এনেছে জার্মানি৷ তাকে গত জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল৷ কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারিতে জার্মানি-সুইজারল্যান্ডের সীমান্ত পাড়ি দেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়৷ তখন তিনি আইএসে যোগ দেয়ার জন্য সিরিয়া বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে জার্মানির ফেডারেল কর্তৃপক্ষ৷