![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/01/130807shanto_kk.jpg)
হঠাৎ ঝড়ে দুই উইকেট নেই বাংলাদেশের!
শ্রীলঙ্কার ৪৯৩ রানে ইনিংস ঘোষণার জবাবে খেলতে নেমে তৃতীয় দিনের প্রথম সেশনের প্রায় পুরোটাই দারুণ খেলল বাংলাদেশ। তবে শেষটা ভালো হলো না। তামিমের ঝোড়ো অর্ধশতকের পর মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে সাইফ হাসান (২৫) আর নাজমুল হোসেন শান্ত (০) রানে ফিরলে পাল্টে যায় দৃশ্যপট। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে উল্টো চাপে বাংলাদেশ!
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান। এর মধ্য তামিমের একারই রান ৭০।