‘খালের পানি ব্যবহারে বাড়ছে ডায়রিয়া রোগী’
বরগুনায় ডায়রিয়া আক্রান্তদের অনেকেই দৈনন্দিন কাজে সরাসরি খালের পানি ব্যবহার করেছে। যে কারণে ডায়রিয়া আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের অনুসন্ধানে পাওয়া গেছে এ তথ্য। জেলা প্রশাসন বলছে, সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে।
গত মার্চ মাস থেকেই বরগুনায় প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। ডায়রিয়া আক্রান্ত হওয়ার ঘটনার কারণ খুঁজে বের করতে অনুসন্ধানে নামে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ৬ সদস্যের একটি দল। সম্প্রতি প্রকাশিত তাদের অনুসন্ধান প্রতিবেদনে দেখা যায় বরগুনার খালগুলোর পানিতে মাত্রারিক্ত কলেরার জীবাণু রয়েছে। আর আক্রান্তদের ৭০ ভাগই খালের পানি ব্যবহার করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পানি
- খাল
- ডায়রিয়ার প্রকোপ