বিদেশফেরতদের ৪৭ শতাংশ বর্তমানে কর্মহীন: ব্র্যাকের জরিপ
ডেইলি স্টার
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ২১:২৩
করোনা পরিস্থিতিতে গত বছর থেকে এ পর্যন্ত দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের ৪৭ শতাংশই বর্তমানে কর্মহীন আছেন। প্রতিদিনের খরচ চালাতে তাদের অনেকেই আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করছেন। এছাড়া, ৫৩ শতাংশ কৃষিকাজ, ছোট ব্যবসা বা শ্রমিকের কাজ করে পরিবারের খরচ চালাচ্ছেন। তবে, বিদেশফেরতদের ৯৮ শতাংশ এখনো তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘বিদেশফেরতদের আর্থ-সামাজিক পরিস্থিতি অন্বেষণ এবং বিশ্লেষণ’ শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।