এক-এগারোর কারণে ক্ষমতার পালাবদল না ঘটে স্থায়ী বদল হওয়ার কুফলে দেশের আমজনতাকে হতে হয়েছে ভোটাধিকার হারা আর সুফলভোগীরা স্থায়ীভাবে মসনদে আসন গেড়ে বসেছেন। লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ রচিত ‘এক-এগারো ও বাংলাদেশ ২০০৭-০৮’ নামক বইতে এক-এগারো সঙ্ঘটিত হওয়ার প্রেক্ষাপটসহ অঘটন ঘটন পটিয়সীদের সাক্ষাৎকার ও মার্কিন রাষ্ট্রদূতের সাথে দুই নেত্রীর কথোপকথন সম্পর্কে যা স্থান পেয়েছে এবং তার বিশ্লেষণে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসানের ‘ক্ষমতার পালাবদল : এক-এগারোর অজানা কথা’ শিরোনামে যে লেখাটি গত বছরের ২৫ অক্টোবরের সংখ্যায় প্রকাশিত হয়েছিল তা থেকে প্রতীয়মান হয় যে, দু’জনই যে বিষয়ে একমত পোষণ করেছেন তা হচ্ছে- ‘দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারেননি বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল।
You have reached your daily news limit
Please log in to continue
‘ভোটাধিকার হারা’ জনগণ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন