![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/30/taskin-300421-001.jpg/ALTERNATES/w640/taskin-300421-001.jpg)
বাংলাদেশের লড়াইয়ের দিনে শেষ সেশনের হতাশা
আগের দিনের হতাশা পেছনে ফেলে দারুণ লড়াই উপহার দিলেন বাংলাদেশের বোলাররা। গতি আর আগ্রাসনে দুর্দান্ত বোলিং করলেন তাসকিন আহমেদ। চাপ ধরে রাখলেন অন্যরাও। তবে দিনের শেষ ভাগে পাল্টা আক্রমণে শ্রীলঙ্কার রান দ্রুত বাড়ালেন নিরোশান ডিকভেলা।