You have reached your daily news limit

Please log in to continue


এহন ইটের ঘরেই ঘুমাতে পারবেন ভিক্ষুক বাচ্চু

‘নদী ভাংগে আমাগরে সব শেষ করে দিয়েছে, রাস্তার উপরে একটা ছাপড়া তুলে এক দেড় বছর থেকে বউ পোলাপান নিয়া খুবই কষ্টে ছিলাম। ঝড় বৃষ্টি আমাগরে (আমাদের) উপর দিয়াই গিয়েছে। আমি জীবনেও কল্পনা করতে পারি নাই জমিসহ ইটের ঘর পাবো। প্রধানমন্ত্রী আমাগরে (আমাদের) যে ঘর দিয়েছে সেটার কাজ শেষ হবার দিকে। আমরা এহন ইটের ঘরেই ঘুমাতে পারবো’।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জমিসহ সেমি পাকা বাড়ি পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের প্রতিবন্ধী ভিক্ষুক বাচ্চু গেন্দা (৬৫)। শুধু বাচ্চু গেন্দাই নন এই উপজেলায় কামাল মিয়া, আছমা বেওয়া, কুলছুম বেওয়া,মাঝি সোনা মিয়া, জানু ফকিরও একই কথা জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন