![](https://media.priyo.com/img/500x/https://www.deshrupantor.com/assets/importent_images/a.jpg)
হারাম রিজিক থেকে বাঁচতে হবে
রিজিক এমন জিনিস, যা মহান আল্লাহ প্রাণিকুলের কাছে নিয়ে যান এবং প্রাণীরা তা আহার করে। রিজিক শব্দটি ব্যাপক অর্থবোধক। যেমন- স্বাস্থ্য, সম্পদ, খাদ্য, বুদ্ধি, উপায়-উপকরণ ও সময় ইত্যাদি। এমনকি মানুষের জীবনটাও রিজিক। এসব কিছু আল্লাহ আমাদের দিয়েছেন। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি, আল্লাহতায়ালা আমাদের রিজিকদাতা।
- ট্যাগ:
- মতামত
- হারাম উপার্জন
- হালাল রিজিক