চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফর কী বার্তা দিচ্ছে?
চীনের স্টেট কাউন্সিলর এবং প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গির সাম্প্রতিক বাংলাদেশ সফর কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে কিনা- সে প্রশ্ন উঠছে। আমি মনে করি, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের যে সম্পর্ক, সেটাকে নতুনভাবে ব্যাখ্যা করার অবকাশ সামান্যই। বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বয়স সাড়ে চার দশকেরও বেশি। শুরুতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল সামরিক সহায়তাকেন্দ্রিক। চীনের সহযোগিতায় বাংলাদেশে সমরাস্ত্র কারখানা প্রতিষ্ঠা হয়।