ফোন বন্ধ করে পালাল ৩০০০ করোনা রোগী!
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু প্রতিনিয়ত বাড়ছে। কিছুদিন ধরে দেশটিতে প্রতিদিন তিন লাখের উপর সংক্রমণ হচ্ছে। দৈনিক মৃত্যুও ছাড়িয়ে গেছে তিন হাজারের গণ্ডি। এরই মধ্যেই ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে তিন হাজার করোনা রোগী নিখোঁজ হয়েছে। জানা গেছে, যারা পালিয়েছে তাদের মোবাইল ফোনও বন্ধ।
স্থানীয় পুলিশ এখন হন্যে হয়ে তাদের খোঁজ শুরু করেছে। গতকাল বৃস্পতিবার এমনই চাঞ্চল্যর খবর দিয়েছেন রাজ্যেটির মন্ত্রী আর অশোকা। শুধু বেঙ্গালুরু শহরেই আক্রান্ত হয়েছে ২২ হাজার ৫৯৬ জন। এমন এক পরিস্থিতিতে ওই ৩ হাজার করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াতে ঘুম হারাম হয়ে গেছে পুলিশের।