![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/30/alamgir-300421-01.jpg/ALTERNATES/w640/alamgir-300421-01.jpg)
সুস্থ আছি: আলমগীর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১৫:৩৬
শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক এম এ আলমগীর।করোনাভাইরাস শনাক্তের পর গত সোমবার থেকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৭১ বছর বয়সী এ অভিনেতা।
শুক্রবার দুপুরের পর তার মৃত্যুর গুজব ফেইসবুকে ছড়িয়ে পড়লে তিনটায় আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি সুস্থ আছেন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি ঘটেছে।তাকে জড়িয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন আলমগীর।