বৈশ্বিক করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দেয়ার জন্য জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সংস্থাটি বিশ্বজুড়ে তারকাদের নিয়ে প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশেও হচ্ছে না ব্যতিক্রম।
ইতোমধ্যে সেই প্রচারণায় অংশ নিয়েছেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, শীর্ষ তারকা শাকিব খান থেকে শুরু করে চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, মেহজাবীন ও সাবিলা নূর সহ অনেকে।