You have reached your daily news limit

Please log in to continue


অ্যাঞ্জেলিনা জোলির সংগ্রহে বিশ্বের নামিদামি যত গাড়ি

হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গুণী এই অভিনেত্রী হলিউড সিনেমায় সব থেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকাতেও রয়েছেন সবার উপরে। পরিচালক হিসেবেও তার খ্যাতি কম নয়। ২০১১ সালে 'ল্যান্ড অফ ব্লাড', ২০১৪ সালে 'আনব্রোকেন', ২০১৫ সালে 'বাই দ্য সি' এবং তার বছর দুই পর 'ফাস্ট দে কিল্ড মাই ফাদার' সিনেমা পরিচালনা করেন জোলি।

তবে সিনেমার সঙ্গে থাকার পাশাপাশি ৪৬ বছর বয়সী এই অভিনেত্রীর আছে দামি আর আধুনিক গাড়ি সংগ্রহের নেশা। এক নজরে দেখা আসা যাক এখন অব্দি জোলির সংগ্রহে থাকা গাড়িগুলো- ২০০৭ বিএমডব্লিউ হাইড্রোজেন সেভেন জার্মান গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডব্লিউ মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন এই মডেলটি নিয়ে আসার পরই বেশ আলোড়ন সৃষ্টি করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন