ব্রিটিশ জীববিজ্ঞানীর ছত্রাকের রহস্যময় জগত উন্মোচন

ডয়েচ ভেল (জার্মানী) লন্ডন প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১৪:০৯

ছত্রাক সম্পর্কে বেশিরভাগ মানুষের জ্ঞান বেশ সীমিত৷ কারণ বেশিরভাগ ছত্রাকই চোখে দেখা যায় না৷ এক ব্রিটিশ জীববিজ্ঞানী ছত্রাকের বিস্ময়কর জগতের রহস্য উন্মোচন করে অনেক নতুন তথ্য তুলে ধরছেন৷


মার্লিন শেলড্রেক মাশরুমের খোঁজে বের হন৷ সেটা তার কাজের অংশ৷ লন্ডনের এই জীববিজ্ঞানী মাইকোলজি অর্থাৎ মাশরুম সংক্রান্ত বিজ্ঞানের বিশেষজ্ঞ৷ কারণ খালি চোখে যা দেখা যায়, সে তুলনায় অনেক বেশি ছত্রাক চারিদিকে ছড়িয়ে রয়েছে৷ এমনই একটি নমুনা তুলে ধরে শেলড্রেক বলেন, ‘‘এটিকে টিন্ডার ফাংগাস বা হর্স-শু ফাংগাস বলা হয়৷ এই ছত্রাকের অসাধারণ ইতিহাস রয়েছে৷ মানুষ হাজার হাজার বছর ধরে নানাভাবে এটি ব্যবহার করছে৷''


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে