ব্যবসার ভরা মৌসুমে কারখানায় নীরবতা
বেলা পৌনে একটা। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের হাজি মার্কেটের কালাম স্যান্ডেল কারখানা। কারখানাটির কারিগর নয়ন মিয়া (৪২) ভেতরে বসে অলস সময় পার করছিলেন। হাতে কাজ কম থাকায় একই কারখানার অন্যরাও ছিলেন গল্পগুজবের মেজাজে।
শুধু নয়ন মিয়া নন, ঈদ সামনে রেখে ভরা মৌসুমে ভৈরবের পাদুকা কারখানার সঙ্গে জড়িত লাখো কারিগর এখন কর্মহীন। তাঁদের কর্মের সচল চাকা অচল করে দিয়েছে করোনা। এই কারণে ভৈরবের পাদুকাশিল্প খাতে হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর এই ক্ষতির কারণে অভাব স্থায়ী হচ্ছে এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরের পরিবারে। এরই মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বেশির ভাগ কারখানার মালিক।