এখনও জমে ওঠেনি ঈদের কেনাকাটা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১৩:২৬
রমজান মাসের অর্ধেক শেষ হয়েছে। এমন সময় রাজধানীর বিপণীবিতানগুলো ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকার কথা। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ এড়াতে চলমান লকডাউনে ক্রেতাশূন্য রাজধানীর অধিকাংশ মার্কেট। শুক্রবার (৩০ এপ্রিল) মিরপুর এলাকার একাধিক শপিংমল ঘুরে দেখা গেছে এমন চিত্র। ঈদে ভালো বিক্রির প্রস্তুতি নিয়ে এখন বড় লোকসানের আশঙ্কা করছেন বিক্রেতারা।
তারা বলছেন, গণপরিবহন চলাচল শুরু হলে মার্কেটে ক্রেতাদের আনাগোনা বাড়বে। মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটে ছেলেদের পোশাক বিক্রেতা আবদুল্লাহ জাগো নিউজকে বলেন, ‘মার্কেটের আশে পাশে যারা থাকেন তারা আসছেন। গণপরিবহন না থাকায় দূর থেকে ক্রেতারা আসতে পারছেন না।