কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বে আক্রান্ত ১৫ কোটি ছাড়াল, মৃত্যু ৩১ লাখ ৬৬ হাজার

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ১২:৪০

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।


বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ৩১ লাখ ৬৬ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ১৫ কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৭৫ লাখের বেশি।


আজ শুক্রবার সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।


জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের আজ বেলা ১২টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি পাঁচ লাখ ৩০ হাজার ৭৮৩ জন এবং মারা গেছেন ৩১ লাখ ৬৫ হাজার ৯৭৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৮১৬ জন।


করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ২২ লাখ ৮৮ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭৫ হাজার ১৯৩ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও