লকডাউনে মানুষ ও গাড়ি উভয়ের চলাচল নিষিদ্ধ। কিন্তু অ্যাম্বুলেন্স কিংবা ডাক্তারদের কথা ভিন্ন। তাদের রোড পাস থাকে কিংবা আইডি কার্ড দেখে বোঝা যায় যে তারা ডাক্তার। এর পরেও পুলিশের ভুলক্রমে বা অবহেলাবশত সম্প্রতি কয়েক জন ডাক্তারকে রাস্তায় নামার জন্যে জরিমানা গুণতে হয়েছে এবং পরে সেই টাকা ফেরতও দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এ ধরনের সংশোধনযোগ্য ভুল-ত্রুটি হতেই পারে। পুলিশও মানুষ এবং মানুষ মাত্রেই ভুল করে। পুলিশ যদি ভুলক্রমেও জরিমানা করে, সেই জরিমানা প্রথমে পরিশোধ করে তারপর জরিমানা মওকুফের জন্যে আবেদন করতে হয়, অন্ততপক্ষে বিদেশেতো এ রকম নিয়মই দেখেছি।
You have reached your daily news limit
Please log in to continue
তুই আমারে চিনস?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন