কুমিল্লায় বাড়ছে রোটাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা
কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে রোটাভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা। জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পেয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে। রোটাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত ২০ জন শিশু ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন বলে জানা গেছে।
এ অবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, সরকারিভাবে এই ভাইরাসের টিকা প্রয়োগ করা হচ্ছে না। যার কারণে দিন দিন শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।