You have reached your daily news limit

Please log in to continue


এক বয়ফ্রেন্ডকেই বিয়ে করতে চান দুই বোন

যমজ দুই বােন মানসী আর মান্য কথা আমরা শুনেছি। তাদের ছােটবেলা থেকেই সবাই রীতিমতাে গুলিয়ে ফেলত দুজনকে একসঙ্গে দেখলে। তাদের মুখ ও চেহারা একই রকম। মানসী আর মান্য মতো অনেক যমজদের গল্প আমরা শুনেছি। আজ যাদের কথা বলবো তাদের গল্পটা একটু ভিন্ন। বলছি অস্ট্রেলিয়ার যমজ দুই বোনের কথা। তাদের নাম আনা ডিচিকোয়ে ও লুসি।  

তারা দাবি করেন তাদের মতো যমজ দুনিয়ায় দ্বিতীয় নেই। তাদের সম্পর্ক যেন এক অন্য পর্যায়ে নিয়ে গেছেন। কেউ কাউকে ছাড়া থাকতে পারবেন না, তাই এখন একজনের সঙ্গেই প্রেম করছেন অস্ট্রেলিয়ার এই যমজ দুই বোন। আনা ডিচিকোয়ে এবং তার যমজ বোন লুসি সবকিছু ভাগাভাগি করেন। ৩৫ বছর বয়সী দুই বোনের বিছানা, জামা-কাপড় এমনকি বয়ফ্রেন্ডকেও শেয়ার করছেন। ২০১২ সাল থেকে বেন বায়ার্নকে ডেট করছেন দুই বোন মিলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন