নির্বাচনী দায়িত্ব পালন; খেলতে পারবেন না মার্সেলো
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো ইনজুরি কিংবা কার্ড নিষেধাজ্ঞায় নয়, অন্যরকম এক কারণে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্পেনের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ম্যাচটি খেলতে পারবেন না তিনি।
২০১১ সালে স্প্যানিশ নাগরিকত্ব গ্রহণ করেন মার্সেলো। দেশটির আইন অনুযায়ী, ইলেক্টোরাল নিবন্ধনে থাকা সব বাসিন্দাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। এজন্য প্রতিবার একটি ড্র অনুষ্ঠিত হয়।