![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-22-20210429094540.jpg)
‘শতকোটির ছবিতে কাজের চেয়ে করোনা রোগীর সেবাতেই বেশি আনন্দ’
করোনা থেকে সুস্থ হয়েছেন ভারতীয় অভিনেতা সোনু সুদ। এবার তিনি নিজেকে সঁপে দিয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত মানুষের সেবায়। তিনি মনে করেন, সিনেমাতে কাজ করার চেয়ে মানুষের সেবা করাই উত্তম।
‘দাবাং’ খ্যাত এই অভিনেতা মঙ্গলবার রাতে টুইটারে লেখেন, ‘এইভাবে মধ্যরাতে অসংখ্য ফোন করে যখন প্রয়োজনীয় বেডের ব্যবস্থা করা যায়, কিছু মানুষকে অক্সিজেন সরবরাহ করে দেয়া যায়, শপথ করে বলছি ১০০ কোটির ছবির অংশ হওয়ার চেয়ে সেটা লক্ষ গুণ বেশি আনন্দের। যখন হাসপাতালের বাইরে মানুষ একটা বেডের জন্য অপেক্ষায় অধীর হয়ে রয়েছে, তখন কি আমরা ঘুমাতে পারি?’