![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-5-20210429083857.jpg)
জর্জিয়ায় ডুবন্ত গাড়ি থেকে তিন মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি ডুবন্ত গাড়ি থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে জর্জিয়া-আলাবামা সীমান্তে ইউফৌলা হ্রদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ বলছে, আলাবামার মন্টগোমেরি থেকে প্রায় ১০০ মাইল দক্ষিণ-পূর্বে জর্জিয়া-আলাবামা সীমান্তে ক্রিক টাউন পার্কের নিকটবর্তী ইউফৌলা হ্রদে ডুবতে থাকা গাড়িটি দেখে পুলিশকে খবর দেয় এক পথচারী। পরে আলাবামা পুলিশে এসে নীল রঙের গাড়িটি উদ্ধার করে। গাড়ির ভেতর থেকে এক নারী ও তার দুই সন্তানের মরদেহ পাওয়া যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গাড়ি
- মরদেহ উদ্ধার
- ডুবে যাওয়া