করোনার ওষুধ আনছে ফাইজার
সময় টিভি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০৪:৪৫
করোনাভাইরাসের চিকিৎসায় ওষুধ আনার ঘোষণা দিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। এই বছরের শেষনাগাদ এই ওষুধ আসবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ফাইজারের সিইও আলবার্ট বোরলা মঙ্গলবার (২৭ এপ্রিল) বলেছেন, মুখে খাওয়ার পরীক্ষামূলক ওষুধটি ভাইরাসের একাধিক রূপের বিরুদ্ধে কার্যকর হবে। এই ওষুধ গ্রহণের জন্য রোগীকে হাসপাতালে যেতে হবে না। ঘরে বসেই ওষুধটি নেওয়া যাবে। খবর ফক্সটুয়েন্টিথ্রির।