করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিধ্বস্ত বিশাল দেশ ভারত। অক্সিজেনের জন্য হাহাকার পুরো ভারতে। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই, শ্মশানঘাটেও মৃতদেহ সৎকারের স্থান সংকুলান হচ্ছে না। এমন পরিস্থিতিতে কোটি কোটি রুপি খরচ করে দিব্যি চলছে আইপিএলের খেলা। হাজার হাজার মানুষের মৃত্যুতেও মন গলছে না যেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের আইপিএল চালিয়ে নেয়ার সিদ্ধান্তকে এরইমধ্যে বাঁকা চোখে দেখতে শুরু করেছেন ভারতের অধিকাংশ মানুষ। যেখানে অক্সিজেনের অভাব, সেখানে কিভাবে হাজার কোটি টাকা আইপিএলের পেছনে উড়িয়ে দেয়া হচ্ছে?