You have reached your daily news limit

Please log in to continue


চোখের সামনে থেকে 'ভ্যানিশ' নজরবন্দি অনুব্রত,বাহিনীর সঙ্গে চলল লুকোচুরি খেলা

কখনও সাঁইথিয়া, কখনও তারাপীঠ। বলেছিলেন খেলা হবে, সেই মতোই খেলা শুরু করলেন অনুব্রত মণ্ডল। নজরবন্দি অনুব্রত মণ্ডলকে নজরে হারালেন কমিশনের লোকজন। ভোটের আগের দিন খেলা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে নয়, খেলতে শুরু করেছেন কমিশনের সঙ্গে। ভোটের শেষ পর্বের (West Bengla Assembly Election Phase 8) আগে নজরবন্দি অনুব্রত মণ্ডল বাহিনীর সঙ্গে মাতলেন লুকোচুরি খেলায়। নজরবন্দি অবস্থাতেই কেন্দ্রীয় বাহিনীর চোখের সামনে থেকে ভ্যানিশ বীরভুম জেলা সভাপতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন