![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsakhi-20210428151701.jpg)
হেফাজতের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক আবারও রিমান্ডে
বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি হযরত মাওলানা ইহতেশামুল হক সাখীর আবার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।