![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F9c084dfb-a819-4296-97ec-a64126f86d89%252FUntitled_3.jpg%3Frect%3D0%252C52%252C730%252C383%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এফবিসিসিআইয়ের কাজ ব্যাংক করা নয়
ব্যবসায়ীদের নতুন করে ব্যাংক করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। দেশে এমনিতেই প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক বেশি। তাই আমি মনে করি, ব্যাংকের সংখ্যা কমিয়ে ১০টায় আনা উচিত। যাঁরা এফবিসিসিআইয়ের প্রতিনিধি, তাঁদের নিজেদেরই ব্যাংক আছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসে (বিএবি) যাঁরা আছেন, তাঁরা আবার এফবিসিসিআইয়ের সঙ্গেও জড়িত।
এফবিসিসিআইয়ের কাজ হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঋণের ব্যবস্থা করা। যেসব খাতে ঋণ যায় না বা কম যায়, সেসব খাতে ঋণের ব্যবস্থা করা এফবিসিসিআইয়ের অন্যতম কাজ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে