
সরকারের স্বাস্থ্য বিভাগ প্রায় ১১ মাস আগে একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর জন্য যশোর জেনারেল হাসপাতালকে ৮টি ভেন্টিলেটর ও ১০টি শয্যা দেয়। কিন্তু শুধু এই কয়টি সরঞ্জাম দিয়ে একটি পূর্ণাঙ্গ আইসিইউ হয় না। আরও দরকার পেশেন্ট মনিটর, সিরিঞ্জ পাম্পসহ ২০টির মতো সরঞ্জাম।
হাসপাতাল কর্তৃপক্ষ এসবের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বারবার চিঠি লিখে কোনো সাড়া পায়নি। এর মধ্যেই দেশে শুরু হয়ে যায় করোনার দ্বিতীয় ঢেউ। ৪০ দিনে শুধু যশোর হাসপাতালেই ভর্তি হন ৭৯ জন রোগী, মারা যান ৫ জন। যশোরে সরকারি আর কোনো হাসপাতালে আইসিইউ নেই।