হেফাজতে ইসলামের ভূত ও ভবিষ্যৎ
হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সংগঠনটির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত এবং ভোর রাতে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। তবে তিনি এও বলেছেন, আগামী দিনে আহ্বায়ক কমিটি সবাইকে নিয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে হেফাজতের কার্যক্রম শুরু করবে। এর অর্থ হলো, হেফাজত সাম্প্রতিক সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় সাংগঠনিকভাবে এড়াতে চাইছে। তবে আমার মনে হয়, এটাই শেষ কথা নয়।
- ট্যাগ:
- মতামত
- সাম্প্রতিক রাজনীতি
- হেফাজতে ইসলাম