![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Apr/28/1619585586112.jpg&width=600&height=315&top=271)
লাশ পোড়ানোর জন্য দিল্লিতে তৈরি হচ্ছে অস্থায়ী শ্মশান
দিল্লিতে মৃত্যুর পরিমাণ বাড়তে থাকায় পার্কিং লট, পার্ক এবং খালি জায়গাতে অস্থায়ী শ্মশান তৈরি করা হচ্ছে। এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ভারতে করোনায় মৃত্যু ক্রমেই বাড়ছে। করোনাভাইরাসের মহামারিতে মারা যাওয়া মানুষের শেষকৃত্য সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের রাজধানী দিল্লির শ্মশানগুলো।
মৃতদেহের চাপ সামলাতে এসব শ্মশানে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী চিতা। সারারাত কাজ করেও অবসর পাচ্ছেন না শ্মশান কর্মীরা। বাধ্য হয়ে মৃতদের স্বজনেরা কাঠ মজুত থেকে বাকি কাজে সহযোগিতা করছেন। স্বজনদের মরদেহের শেষকৃত্য সম্পন্ন করতে পরিবারগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।