করোনাকালে সর্দি-কাশি হলে কী করবেন?
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১০:২৬
করোনার এই সময়ে ঠাণ্ডা-কাশি হলে আমাদের মনে অনেক চিন্তা এসে হাজির হয়। তবে মনে রাখতে হবে ঠাণ্ডা-কাশি, জ্বর মানেই করোনা না। ঋতু পরিবর্তনের সময় এ উপসর্গগুলো অনেকের দেখা দেয়। এজন্য ভয় না পেয়ে ঘরোয়া উপায়ে সর্দি-কাশির চিকিৎসা করুন।
পেঁয়াজ : সর্দি-কাশি সারানোর সবচেয়ে সহজ ওষুধ পেঁয়াজ। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিন। একটা ছোট বাটিতে পানি নিয়ে পেঁয়াজ কুচি ফেলে ৬-৮ ঘণ্টা ভিজতে দিন। এর সঙ্গে ২-৩ চামচ মধু মিশিয়ে দিন দুবার করে খান। সর্দি-কাশি তাড়ানোর পাশাপাশি শরীরকে ভেতর থেকে সতেজ করে তোলে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।