বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩১ লাখ ৪৮ হাজার
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ০৮:২৫
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৪৮ হাজারের বেশি। আজ ওয়ার্লডোমিটারের সর্বশেষ তথ্যে দেখা যায়, মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১।
যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে এবং একদিনে মারা গেছেন ৪২৭ জন। ইরানে হঠাৎই বেড়েছে মহামারির প্রকোপ। ২৪ ঘণ্টায় দেশটিতে ৫শর মতো মানুষ মারা গেছে এবং শনাক্ত হয়েছে ২১ হাজারের বেশি। একই হাল তুরস্কের। সেখানে সোমবার ৩৭ হাজারের ওপর মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যুহয়েছে সাড়ে ৩শ জনের।