![](https://media.priyo.com/img/500x/https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/04/27/oxygen.jpg?itok=memrpCnQ×tamp=1619522673)
হাসপাতালে সরবরাহ বাড়াতে শিল্প-কারখানায় অক্সিজেনের ব্যবহার নিষিদ্ধ করল সরকার
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশে অক্সিজেন সংকট নিয়ে গুরুতর উদ্বেগের মুখে হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে শিল্প কারখানায় অক্সিজেনের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার।
২৩ এপ্রিল বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়। দেশের অক্সিজেন উৎপাদনকারী পাঁচ প্রতিষ্ঠানকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক স্মারকে শিল্প ব্যবহারের নিমিত্তে অক্সিজেন সরবরাহ বন্ধ রেখে শুধুমাত্র হাসপাতাল ও ক্লিনিকে অক্সিজেন সরবরাহের নির্দেশ দেওয়া হয়।