করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। দিন-রাত জ্বলছে চিতা। হাসপাতালে শয্যার সংকট, অক্সিজেন সংকটসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করছে।
এই পরিস্থিতিতে ভারতে চলছে আইপিএল। জৈব-সুরক্ষা বলয়ে আয়োজন হচ্ছে দেশটির ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অনেক দেশ। যে কারণে টুর্নামেন্ট শেষে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে চিন্তায় পড়ে যান। এই অনিশ্চিয়তার কারণে কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে আইপিএল ছেড়েছেন। সংশয়ে আছেন বাকিরাও।