মাস্ক ছাড়া বের হওয়ার সুযোগ পাচ্ছেন মার্কিনীরা !
নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক দিয়ে মুখ ঢাকার কথা প্রথম বলেছিল যুক্তরাষ্ট্র। এখন সেই যুক্তরাষ্ট্রেই কভিড-১৯ টিকা নেয়া নাগরিকদের মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়ার অনুমতি দিতে স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের চাপ প্রয়োগ করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ভাইরাস নির্দেশিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। খবর ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ২৩ কোটির বেশি টিকা দেয়া হয়েছে। এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বসন্তের উষ্ণ আবহাওয়ায় বিধিনিষেধ কিছুটা শিথিল করার পরামর্শ দিয়েছেন।