রাতের আঁধারে অবাধে পাথর চুরি!

সংবাদ দুর্গাপুর (নেত্রকোনা) প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ১৭:০৯

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরীর নদীর বিভিন্ন বালু মহাল থেকে রাতের আঁধারে সরকারি নুরি পাথর চুরি করে নিয়ে যাচ্ছে পাথরখেকো চক্র। বালুর সাথে উত্তোলিত পাথর কোন ইজারা বর্তমানে না থাকায় সেগুলো সরকারি হাওলাতেই প্রতি বছর নদীর ধারে বিভিন্ন জায়গায় স্তুপ করে রাখা হয়।


পরে উপজেলা প্রশাসন সরকারিভাবে প্রকাশ্যে নিলামে বিক্রি করে থাকে। ইতোমধ্যে ৫টি বালু মহালের ৪টি বালু মহাল চালু থাকলেও ১নং বালু মহাল চালু না থাকায় ওই ঘাট থেকে পূর্বের জমাকৃত পাথরগুলো রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও