চট্টগ্রামে অস্ত্র-মাদকসহ চার ছিনতাইকারী ধরা
চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানার বাড়ইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- শহিদুল ইসলাম ওরফে ভুইস্যা, মো. ফয়সাল ইমন, মো. ইব্রাহিম পারভেজ ও আব্দুল মান্নান।
নগর পুলিশের এডিসি (উত্তর) আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাড়ইপাড়ার হাজীরপুল খালপাড় এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা ও বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চান্দগাঁও থানায় নতুন করে তিনটি মামলা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে