করোনার কোপ, আপাতত কাউকে হাজিরা দিতে ডাকবে না ED, CBI
ক্রমশ বাড়ছে করোনা। এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মী, আধিকারিকদের শরীরেও। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন CBIএবং ED-র দফতরের মোচ ৩৪ জন আধিকারিক। এই পরিস্থিতিতে হাজিরা এবং জেরা করার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই দুই সংস্থা।
সূত্রের খবর, ইতিমধ্যেই CBI দফতরের ১৬ জন আধিকারিক করোনায় আক্রান্ত। অন্যদিকে ED-র দফতরের অবস্থা আরও ভয়াবহ। এই কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজির থাকছেন ৫০ শতাংশ আধিকারিক। অনেকেই আবার 'ওয়ার্ক ফ্রম হোম' করছেন। এই পরিস্থিতিতে জেরা না করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই সংস্থা। এমনকী, পরিস্থিতি এতটাই গুরুতর যে যাদের চিঠি পাঠানো হয়েছে, তাদেরও ED-র দফতরে আসার জন্য নিষেধ করা হয়েছে। এই সময় জিজ্ঞাসাবাদ করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, মানছেন তদন্তকারীরা। তবে নোটিশ দিয়ে ডেকে পাঠানো না হলেও চলবে তদন্ত স্পষ্ট জানিয়েছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।