![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcvas-20210427122649.jpg)
সব নাগরিকের জন্য ভ্যাকসিনেশন নিশ্চিত করতে সরকারকে লিগ্যাল নোটিশ
চলমান করোনা মহামারি রোধে দেশের সব নাগরিককে ভ্যাকসিনেশন সুবিধার আওতায় আনতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন। এই আইনজীবী নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।