
করোনাকাল স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও কর্তাব্যক্তিদের যে চৈতন্যোদয় হয়নি, তার প্রমাণ চলতি অর্থবছরে স্বাস্থ্য গবেষণার জন্য গঠিত তহবিলের একটি টাকাও খরচ করতে না পারা। এর আগে করোনা পরীক্ষা, যন্ত্রপাতি কেনা ও লোকবল নিয়োগ নিয়েও স্বাস্থ্য বিভাগ নানা কেলেঙ্কারির জন্ম দিয়েছে।