You have reached your daily news limit

Please log in to continue


পণ্য কেনার ৪৫ কর্মদিবসের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ

করোনাকালে বাংলাদেশের ই-কমার্সগুলো নানান ধরনের পণ্য ও গ্রোসারি আইটেম অনলাইনে বিক্রি ও ডেলিভারির মাধ্যমে ক্রেতাদের হাতে সময়মতো পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এরই মধ্যে ই-কমার্স মার্কেটপ্লেস প্রাইম বাজার দিচ্ছে মূল্য পরে পরিশোধের সুযোগ। অন্য ই-কমার্স প্লাটফর্মগুলো যেখানে সাধারণত অগ্রিম মূল্য নিয়ে থাকে সেখানে প্রাইম বাজার ডেলিভারি পাবার পরে ৪৫ কর্মদিবসের মধ্যে মূল্য পরিশোধ করার সুযোগ দিচ্ছে।

গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাইম বাজারের এই প্রকল্প। এর আওতায় প্রাথমিকভাবে ২০০০ পরিবারকে বিভিন্ন গ্রোসারিজ আইটেম বা খাদ্যসামগ্রী প্রদান করা হবে। প্রথমে একজন ক্রেতা প্রাইম বাজারের নিয়ম অনুসারে অর্ডার করবেন। প্রাইম বাজার তাদের ক্যাম্পেইন শেষে সকল ক্রেতার নিকট পণ্য ডেলিভারি সম্পন্ন করবে। পরবর্তীতে ৪৫ কার্যদিবসের মধ্যে একজন ক্রেতা তার সুবিধা অনুযায়ী অর্ডারকৃত পণ্যের মূল্য পরিশোধ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন