ভারতীয় ধরন প্রবেশের আশঙ্কা

কালের কণ্ঠ সম্পাদকীয় প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৯:৪৯

করোনা মহামারিতে প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হচ্ছে প্রায় তিন হাজার মানুষের। আইসিইউ তো দূরের কথা, হাসপাতালে একটি সাধারণ শয্যাও পাচ্ছে না বহু রোগী। অক্সিজেনের ঘাটতি চরমে উঠেছে। বিজ্ঞানীরা দেশটিতে সংক্রমণের এমন তীব্রতার জন্য দায়ী করছেন ডাবল ও ট্রিপল মিউট্যান্ট করোনাভাইরাসকে। ভারতে তৈরি হওয়া এই বিশেষ ভেরিয়েন্ট বা ধরনের সংক্রমণক্ষমতা অনেক বেশি এবং রোগী খুব দ্রুত মারা যায়। বাংলাদেশে এখনো এই ধরনটির সন্ধান পাওয়া যায়নি। কিন্তু ভারতীয় এই ধরনটি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য ভারতের সঙ্গে থাকা সব স্থলবন্দর দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। পণ্যবাহী ট্রাকগুলোকেও জীবাণুমুক্ত করে প্রবেশ করানোর কথা বলা হয়েছে। আকাশপথে চলাচল ১৪ এপ্রিল থেকেই বন্ধ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও