You have reached your daily news limit

Please log in to continue


সুনীলের ৫০ কোটিতেই ভয়, অক্ষয়ের জন্য ৫০০ কোটিও সহজ

বলিউডে তিন দশকেরও বেশি সময় পার করে দিয়েছেন সুনীল শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বলিউডে এখনো তাকে নিয়ে ছবি বানয়ে রিস্ক নিতে ভয় পান পরিচালকরা। ৫৯ বছিরের এই অভিনেতা তার বলিউড যাত্রা শুরু করেন ১৯৯২ সালে, 'বলবান' সিনেমা দিয়ে। এরপর অ্যাকশন হিরোর ট্যাগ বসে যায় তার নামের পাশে। অভিষেকের কিছু বছর পরেই মোহরা, বড়ডার, কানতে, শপথ এর মতো বেশ কিছু দারুণ সিনেমা উপহার দেন তিনি।

তবে অ্যাকশন ধারার বাইরেও 'হেরি পেহরি'র মতো হাসির সিনেমা, 'ধাড়কান'র মতো সিনেমায় রোমান্টিক হিরো কিংবা 'ম্যা হু না' ছবিতে ভয়ংকর ভিলেন হিসেবে দেখা দিয়েছেন সুনীল। দিন কয়েক আগে আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুনদের নিয়ে সুনীল জানান, 'আমি মনে করি বলিউডের এই নতুন সময়ের দারুণ দুই অভিনেতা আয়ুষ্মান এবং টাইগার। সিনেমায় সব থেকে বেশি প্রয়োজন নিজের একটি ভালো চরিত্রের। আমি মনে করি তাদের এই ব্যাপারটি রয়েছে। তারা ভালো চরিত্র বাছাই করতে জানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন