![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcampus%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-3-20210426150856.jpg)
শাবিপ্রবিতে বুধবার থেকে ২০ দিনের ছুটি শুরু
গ্রীষ্মকালীন অবকাশ, মহান মে দিবস, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুধবার (২৮ এপ্রিল) থেকে ২০ দিনের ছুটি শুরু হচ্ছে।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।