![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feducation%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmedi-20210426124624.jpg)
সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু ২২ মে
দেশের সবগুলো সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষ (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তির দিনক্ষণ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগামী ২২ মে থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। গত ২ এপ্রিল অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় নির্বাচিত চার হাজার ৩৫০ জন শিক্ষার্থী ৩১ মে পর্যন্ত ভর্তি হতে পারবেন।
আর বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১৫ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। বেসরকারি মেডিকেলে দেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ১ জুলাই, চলবে ১৫ জুলাই পর্যন্ত। ১ আগস্ট থেকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস শুরু হবে।